
উঠোনে বসে মা ঠাকুমার কাছে বসে চুলে তেল লাগানোর সেই চিত্র দেখা যায় না বললেই চলে, তবে মানুষের সৌন্দর্যে মাথা ভরা ঘন চুলের বিকল্প নেই, সেজন্য নিয়মিত চুলে তেল লাগানোর কোনো বিকল্প হয় না. তেল চুলকে উজ্বল ও সুন্দর করে তোলে. বিভিন্ন ধরণের তেলের উপকারিতা বিভিন্ন. শুধু আপনাকে বেছে নিতে হবে কোনটি আপনার জন্য উপযোগী. তেল আপনার চুলের যে উপকারগুলি করে সেগুলি হলো-
1. অকল্পক্কতা রোধ করে।
2. খুশকি দূর করে।
3. চুলের গোড়ায় পুষ্টি ।
4. মনকে শান্ত করে।
5. চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
চুলে তেল কিভাবে লাগাবেন সেই সম্পর্কে রইল কিছু টিপস.
1. সপ্তাহে 1 থেকে 2 দিন তেল লাগান।
2. তেল লাগানোর সময় সেটি ঈষদুষ্ণ করে নিন।
3. চুলে তেল না লাগিয়ে হাতের আঙুলের সাহায্যে স্ক্যাল্প-এ তেল ম্যাসাজ করুন।
4. হালকা ম্যাসাজের পর একটি গরম জলে ভেজা তোয়ালে মাথায় কিছুক্ষণ জড়িয়ে রাখুন।
5. তেল লাগিয়ে গোটা রাত রেখে দিন এবং পরের দিন শ্যাম্পু করে ফেলুন ভালো করে.
কি ধরণের চুলে কি তেল ব্যবহার করবেন সেটিও জরুরি।
শুষ্ক চুলের জন্য জোজোবা, আমন্ড, নারকেল কিংবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন. তেলা চুলের জন্য ব্যবহার করুন অলিভ, জোজোবা কিংবা তিলের তেল. অন্যদিকে চুলে খুশকি থাকলে তাতে টি-ট্রি অয়েল ব্যবহার করুন।
Be the first to comment