- 175/1/1/A, Gopal Tagore Road, Kolkata, WB – 700108
- info@healthplusindia.in
গত দুই দশকের বেশি সময় ধরে স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত ও নেতৃত্বস্থানীয় কর্ম সম্পাদন করে চলেছে, সে সকল ব্যক্তিদের একনিষ্ঠ প্রচেষ্টায় হেলথ প্লাসকে বর্তমান স্থানে উন্নীত করেছে, এই ধরনের প্রতিভাবান এবং অত্যন্ত অভিজ্ঞ দলটির যোগদান হেলথপ্লাসকে অনুপ্রাণিত করেছে।স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মূলতঃ তিনটি স্তম্ভের নির্ভর করে গড়ে ওঠে ও কার্য করে থাকে, সেগুলি হলো হাসপাতাল, ডাক্তার ও রোগী। উক্ত তিনটি একে অপরের ওপর নির্ভরশীল, আর এই তিনের সুমেলবন্ধন করানোর উদ্দেশ্যে HEALTH PLUS এর সূচনা।
“হেলথ প্লাস ইন্ডিয়া এলএলপি (এইচপিআই) (www.healthplusindia.in)”, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সরকার-এর আইন ও পরিদর্শনের অধীনে একটি নিবন্ধিত সংস্থা। HPI ২0১0 সাল থেকে দেশ-বিদেশ এর রোগীদের চাহিদা পূরণ করে আসছে।পূর্ব ভারত ও বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার রোগী আরও ভাল চিকিৎসার জন্য ভারতের অন্য অংশে ভ্রমণ করে থাকে , এবং তারা বিশ্বাস করে তারা সেখানে চিকিৎসা করালেই সুস্থ হয়ে যাবে, এই ধরণের ভাবনা-চিন্তা এক প্রকার ঐতিহাসিক কাল থেকেই চলে আসছে।
ভারতের বিভিন্ন প্রান্তে চিকিৎসার জন্য সুনির্দিষ্ট স্থানে পৌছানো ও নির্দিষ্ট ডাক্তার বা পরিসেবার পাওয়ার চাহিদা দীর্ঘদিনের কিন্তু সে চাহিদা সকল স্তরে সম্ভব হতো না। অধিকাংশ ক্ষেত্রে মানুষ অর্ধেক তথ্য বা খুব কম তথ্য নিয়ে কাজ করে যার ফলে সুফল পাওয়া সম্ভব হয়ে ওঠেনা এবং বাইরে থেকে আসা মানুষেরা বিভ্রান্ত হয়ে পরে,তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয় ।
HPI এই ফাঁকটি পূরণ করার চেষ্টা করে এবং বিশ্বস্ত অংশীদার হিসাবে প্রতিষ্ঠা করে । বর্তমানে HPI ভারত এবং বিদেশেও নিজেকে বিভিন্ন স্বাস্থ্যসেবার অংশীদার হিসেবে বাণিজ্যিক ভাবে প্রতিষ্ঠিত।
The world perceives us as a low-cost Indian healthcare service provider; what we are engaged in is a passionate journey to establish ourselves as the lowest-cost, high-quality healthcare service provider in the world.
At Narayana Health, we are convinced that ‘quality’ and ‘lowest cost’ are not mutually exclusive when it comes to healthcare delivery. In fact, we are well on our way to demonstrate that we are not running our institution as just another number-only business, but are attractively placed to create an affordable, globally-benchmarked quality-driven healthcare services model.
At Narayana Health, we will continue to trust what has worked for us in the past. We will keep our model predominantly asset-light; we will reinvest our accruals; we will engage with governments for land and help them achieve affordable healthcare promises made to their constituencies; we will rent premises from private owners and create small-to-large clinics within existing hospitals. As a result of this flexible approach, we will commission hospitals, medical facilities, and clinics across the breadth of this country, getting closer to patients and taking the promise of quality affordable healthcare to the doorstep of the country’s millions.
It is this exciting prospect that stokes my motivation to do bigger and better for the glory of the country that is mine.
রাজশাহী তথ্যকেন্দ্র- +৮৮ ০১৭৭৩৮৪২৯৩৭
+৮৮ ০১৭৬৭-৮৫৯৩৩৩
সিলেট তথ্য কেন্দ্র – +৮৮ ০১৭১১-৪২৯৩৮৮
খুলনা তথ্য কেন্দ্রঃ- +৮৮ ০১৯৭২-০৬১১০০